প্রকাশিত: Thu, Jan 4, 2024 8:21 PM
আপডেট: Mon, May 12, 2025 11:52 AM

[১]গাজীপুর-৫ আসনে ভোটের সরঞ্জাম গোছাতে ব্যস্ত নির্বাচন অফিস

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: [২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ) নির্বাচনী আসন কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল ইউনিয়নের ৪০,৪১,৪২নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন নিয়ে গঠিত। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৯০টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বা মালামাল গোছানোর কাজ শুরু করছে উপজেলা প্রশাসন।

[৩] বৃহস্পতিবার  নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান। উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯০টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৪ শত ৯৯টি। যার মধ্যে অস্থায়ী ভোট কক্ষ ১৩টি। মোট ভোটার ২ লক্ষ ৪৩ হাজার ৮ শত ৬২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৩ হাজর ৮ শত ৩৬ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ২০ হাজর ২৪ এবং তৃতীয় লিঙ্গ (হিজরা) ভোটার ২ জন। 

[৪] ভোট গ্রহনে প্রিজাইডিং কর্মকর্তা ৯৯ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৫শত ৪৯ জন, পোলিং অফিসার ১ হাজার ৯৮ জন। মোট ভোট গ্রহণকারী কর্মকর্তার সংখ্যা ১ হাজর ৭ শত ৪৬ জন। স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যাগ, সীল, অমোছনিয় কালী ও গালা কেন্দ্রে পাঠানোর পূর্বে গোছানোর প্রস্থতি নিচ্ছে উপজেলা নির্বাচন অফিস। 

[৫] এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল ইসলামসহ নির্বাচনে দায়িত্বরত সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগন।